আমাদের ইতিহাস


২০০৮ খ্রিস্টাব্দ ময়মনসিংহ ধর্মপ্রদেশে কাথলিক ধর্ম বিশ্বাসের শত বর্ষ পূর্তি উৎসবে ময়মনসিংহ ধর্মপ্রদেশের শ্রদ্ধেয় বিশপ পল পনেন কুবি, সিএসসি পবিত্র ক্রুশ যাজক সংঘের কাছে নতুন একটি নটর ডেম কলেজ প্রতিষ্ঠার অনুরোধ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ঢাকায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নটর ডেম কলেজের আদলে আরেকটি ‘নটর ডেম কলেজ’ যেন প্রতিষ্ঠা করা হয়, যাতে ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের মাঝে উচ্চশিক্ষা আরও সহজলভ্য করা যায়।

২০০৯ খ্রি: পবিত্র ক্রুশ যাজক সংঘের সাধারণ সভায় ময়মনসিংহে নটর ডেম কলেজ প্রতিষ্ঠার সিন্ধান্ত গ্রহণ করা হয়। কলেজ প্রতিষ্ঠার সম্ভাবনা ও বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন এবং ফাদার বকুল এস রোজারিও, সিএসসি-কে আহ্বায়ক-এর দ্বায়িত্ব দেয়া হয়। কমিটি বিশপ মহোদয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলাপ-আলোচনা করে বাড়েরা বাইপাস মোড় এলাকায় চার একর জমি ক্রয় করেন। নতুন কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে জমি ক্রয়ের পর পরই এর দ্রুত উন্নয়ন কাজ শুরু করা হয়। নির্ধারিত স্থানটি ছিল ধানী জমি ও কোথাও জলাশয়। মাটি ভরাট ও দেওয়াল নির্মাণের মধ্য দিয়ে শুরু হয় এর উন্নয়ন কাজ।

নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্তাপন করেন বাংলাদেশে নিযুক্ত ভাটিকান রাষ্ট্রদূত আর্চ বিশপ যোসেফ মারিনো। এই ঐতিহাসিকক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্...